International Women\'s Day | Celebs Wish: মিমি থেকে রিয়া চক্রবর্তী, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সেলেবদের

2021-03-08 10

আন্তর্জাতিক নারী দিবসের (International Women\'s Day) অনেক অনেক শুভেচ্ছা সকলকে। নারীরা যে অসীম ক্ষমতার ক্ষমতাশালী তার ব্যাখ্যা আমরা পুরান থেকে বর্তমানের বিজ্ঞানেও পাই। তাই আজও ধরিত্রীর রক্ষাকর্তা হিসেবে মা দুর্গার নাম নেওয়া হয়। আমাদের পৃথিবীও স্বয়ং এক নারী। নারীরা তো এগিয়ে চলেছেন কিন্তু এই সমাজ আজও নারীসুরক্ষার যথার্থ ব্যবস্থা নিয়ে উঠতে পারেনি। এর মধ্যে আজও লড়াই করে চলেছেন আজকের নারীরা। সেই সকল নারীদের আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা (Wishes) যারা সমস্ত বাধা পেরিয়ে নিজের পায়ে দাঁড়ানোর একটা জায়গা করে নিয়েছেন, কিংবা করে চলেছেন। সেলেবরাও শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া।